March 25, 2023, 7:42 am

শেরপুরে মাটি উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরের শাহবন্দেগি ইউনিয়নের বাগমারা মৌজার সাউদিয়া পার্ক এলাকায় প্রায় দশ বিঘা জমিতে অবৈধভাবে গভির পুকুর খনন করে মাটি বিক্রির দায়ে শেরুয়া বটতলা এলাকার মাটি ব্যবসায়ী সেলিমকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সাউদিয়া পার্ক এলাকার হামিদুল ইসলাম ভান্ডারীর পুকুর থেকে মাটি ব্যবসায়ী সেলিমের নেতৃত্বে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেঁটে গভীর পুকুর খনন করে মাটি বিক্রি করে যাচ্ছে।এর আগে বিষয়টি নিয়ে বেশ কিছু সংবাদ প্রকাশ হয়।পরে বিষয়টি শেরপুর উপজেলা প্রশাসনের নজরে আসলে সোমবার দুপুরে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা সাউদিয়া পার্ক এলাকায় অবৈধ পুকুর খনন এর স্থানে উপস্থিত হয়ে মাটি ব্যবসায়ী সেলিমকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রাদান করেন।

এই বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা জানান,সরকারি অনুমতি বিহীন পুকুর খনন ও আবাদী জমি রহ্মাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD