March 25, 2023, 8:17 am

শ্রীমঙ্গলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গ‌লে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ‌জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে সোমবার
(৭ ন‌ভেম্বর) সকাল ১১ টায়’ ২৪-আনসার ব‌্যাটা‌লিয়নের শ্রীমঙ্গলস্থ কালাপুর ক্যাম্পে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপ‌জেলা আনসার ও ভি‌ডি‌পি কর্মকর্তা মো. শরীফ উ‌দ্দি‌নের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন ২৪-আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এ এইচ এম মে‌হেদী হাসান।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মো. সেফাউল হো‌সেন, হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল,মৌলভীবাজার জেলা সহকারী কমান্ড্যান্ট মোহাম্মদ ফ‌রিদ রহমান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক অসীম বণিক প্রমুখ।

এছাড়াও সমা‌বে‌শে উপ‌স্থিত ছি‌লেন শ্রীমঙ্গল উপ‌জেলা প্রশি‌ক্ষিকা রুনা চৌধুরী, প্রশিক্ষক রন‌জিৎ বিশ্বাস, কমলগঞ্জ উপ‌জেলা প্রশিক্ষক জা‌হেদ হো‌সেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়া‌র্ড আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দল‌নেতা, দল‌নেত্রী, আনসার কমান্ডার এবং সদস্য সদস‌্যাবৃন্দ।

সমাবেশ শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে বাইসাইকেল, ছাতাসহ বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD