April 1, 2023, 11:21 pm
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান থেকে ৬৫ বছর বয়সের অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার
(৩০ নভেম্বর) উপজেলার ফুলছড়া চা বাগানের ফাঁড়ি বাগান কাকিয়াছড়া চা বাগানের ৫নং সেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকালে চা পাতা তুলতে গিয়ে শ্রমিকরা বাগানে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দেয়।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল তদন্তে যাই। পিবিআই এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি জানান, লাশের শরীরে কোনো আঘাতর চিহ্ন দেখা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।