March 22, 2023, 1:40 pm

শ্রীমঙ্গলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ‘প্রাণিসম্পদ প্রদর্শনী’ মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের সাগরদিঘি রোডস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন ও সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মো. লিটন আহমেদ, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল, শ্রীমঙ্গল উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি আফজাল হক প্রমূখ।

উল্লেখ্য, এবারের প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় বিভিন্ন জাতের গবাদী পশু, পাখি, কবুতরসহ অন্যান্য প্রাণি নিয়ে ৩৯টি স্টল দেওয়া হয়। এছাড়াও প্রাণি প্রদর্শনীতে ১০ টি স্টলকে পুরস্কৃত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD