April 1, 2023, 10:55 pm

News Headline :
খাস জায়গা দখল করে বসবাসের মহোৎসব; উদাসীন কর্তৃপক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবেনা..অধ্যাপক শাহজাহান মিয়া মদন ফায়ার স্টেশনের উদ্যোগে রসুলপুর ফেরিঘাটে নৌ মহড়া মান্দায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে ভাংচুরের অভিযোগ সান্দিড়া কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরে বিজিবি‘র গুলিতে নিহত-১, গুলিবিদ্ধ-১ দুর্গাপুরে ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জির ইফতার বিতরণ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন সান্তাহারে ইউপি চেয়ারম্যান তৃপ্তির দেওয়া নতুন পোশাকে ঈদ করবে মাদরাসার শিক্ষার্থীরা ধুনটে খাদ্যনালীতে জর্দা আটকে শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে প্রতিবন্ধী ও মাদকসেবীদের অধিকার সম্পর্কে সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতিবন্ধী, মাদকসেবী, ও প্রবীনদের পরিস্থিতি এবং তাদের অধিকার সম্পর্কে সচেতনতা মুলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১ টায় কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে শহরের মহসিন অডিটোরিয়ামের হলরুমে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

কারিতাস এসডিডিবি প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা লুটমন এডমন্ড পডুনার সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজীব মাহমুদ মিঠুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জি, শ্রীমঙ্গল কাথলিক মিশনের পাল পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ প্রমুখ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কারিতাস সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা।

সভায় ১২জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ৮জনকে শিক্ষাবৃত্তির নগদ অর্থ সহায়তা ও ৪জন কে শিক্ষা উপকরন সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় প্রতিবন্ধী ব্যাক্তিদের অবস্থা নিয়ে বক্তব্য রাখেন প্রতিবন্ধী নারী ফোরামের সভানেত্রী সূক্তা রানী দেব, মংরাবস্তি মায়া, প্রতিবন্ধী প্রবীন হিতৈষী ক্লাবের সভাপতি জহরলাল পান্ডে, উত্তরসুর মাদকাসক্ত ও প্রবীন হিতৈষী ক্লাবের সভাপতি ননী গোপাল বৈদ্য।

বক্তারা সমাজে অবহেলিত প্রতিবন্ধীদের পাশে থাকার জন্য কারিতাস বাংলাদেশের এ উদ্যোগকে ধন্যবাদ জানান এবং সরকার ও প্রশাসন সবসময় এ সেবামুলক কার্যক্রমের পাশে থাকবে বলে জানান। এর আগে সকালে সকলের অংশগ্রহণে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD