March 25, 2023, 8:49 am

শ্রীমঙ্গলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্কুল সহ মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ২০৩ সেট বেঞ্চ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে
উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন স্কুলের শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে এসব ব্রাঞ্চ তুলে দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান, কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেক, জাইকার (ইউডিএফ) নিশীথ বরণ রায় প্রমুখ।

উল্লেখ্য, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন করছেন উপজেলা পরিষদ শ্রীমঙ্গল।

 

আব্দুস শুকুর,শ্রীমঙ্গল মৌলভীবাজার

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD