March 26, 2023, 3:11 pm

শ্রীমঙ্গলে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

“হৃদয় দিয়ে হৃদয়কে ভালোবাসুন, প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করুন” এই প্রতিপাদ্য সামনে রেখে শ্রীমঙ্গলে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।

 

বৃহষ্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশন এর সহ-সভাপতি বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জহর তরপদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা. সত্যকাম চক্রবর্তী। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, অধ্যাপক অবিনাশ আচার্য, অ্যাডভোকেট আবু তাহের, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, শিক্ষক আলপনা সেন বেবী,ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুলসহ বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD