March 25, 2023, 8:18 am
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে শহরের মৌলভীবাজার সড়কের সার্বজনীন দুর্গা বাড়ির সামনে থেকে র্যালীটি বের হয়ে ৩ নং পুল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে যুবদলের আহবায়ক মহিউদ্দিন জারুর সভাপতিত্বে ও সদস্য সচিব টিটু আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত কদর, উপজেলা যুবদল সিনিয়র নেতা কামাল আহমেদ, এম এ রহিম, আজিজুর রহমান, জমসেদ আহমেদ, দেলোয়ার হোসেন কালু, শাহ কায়েছ, আজাদ আহমেদ, রেনু মিয়া, বাবলু আহমেদ, , সাহেল আহমেদ, শাহীন মিয়া, আব্দুল আহাদ, লুৎফুর রহমান, সিফত মিয়া প্রমুখ।
র্যালি শেষে সমাবেশে যুবদলের আহবায়ক মহিউদ্দিন জারু কেন্দ্র ঘোষিত সামনের যেকোনো কর্মসূচিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।