March 25, 2023, 6:50 am

সাংবাদিক পুত্র কে ছুরিকাঘাত আটক-২

একে,আজাদ,রানীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি কবিরুল ইসলাম কবিরের পুত্র হৃদয়কে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।এ ঘটনায় পুলিশ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

শনিবার (২৯ অক্টোবর) রাতে হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজারের পার্শ্বে দামোল নামক জায়গায় তার উপর অতর্তকিভাবে হামলা করে কয়েকজন সন্ত্রাসী।

গুরুতর আহত অবস্থায় রেজওয়ানুল হক হৃদয়কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সেখানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

গত বুধবার (২ নভেম্বর) রাতে এ ব্যাপারে ৮ জনকে আসামি করে হরিপুর থানায় মামলা দায়ের করেছেন আহত রেজওয়ানুল হক হৃদয়ের চাচা আব্দুর রশিদ সেন্টু।

জানা গেছে, হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিন পত্রিকার সাংবাদিক কবিরুল ইসলাম কবিরের বড় ছেলে রেজওয়ানুল হক হৃদয় চৌরঙ্গী বাজারে কীটনাশকের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হলদিবাড়ি গ্রামের সন্ত্রাসী নাজিম উদ্দীন, সৌরভসহ কয়েকজন সন্ত্রাসী তার বুকে ছুরিকাঘাত করে।

সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় ও তার পরিবার তাকে উদ্ধার করে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে সার্জারী বিভাগে ভর্তি রয়েছে।

এ বিষয়ে সাংবাদিক কবিরুল ইসলাম বলেন, আমার ছেলেকে যারা ছুরিকাঘাত করেছে তাদের বিচার চাই। বর্তমানে আমার ছেলে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ২ জনকে আটক করে আদালতে প্রেরণ করেছি। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD