March 25, 2023, 8:41 am

সাইবার ডাইন টেকনলোজির ন্যাশনাল বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হলো কক্সবাজারে

কক্সবাজারে বিশাল এক ন্যাশনাল বিজনেস কনফারেন্সের আয়োজন করেছিল বাংলাদেশের স্বনামধন্য সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান “সাইবারডাইন টেকনোলজি লিমিটেড”।

সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাবসা প্রতিষ্ঠান, প্রডাকশান হাঊস, কর্পোরেট অফিস গুলোতে ২০১৫ সাল হতে সাফল্যের সাথে সফটওয়্যার বিজনেস পরিচালনা করে আসছে সাইবারডাইন টেকনোলজি লিমিটেড”।

দেশের বিভিন্ন বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে শতাধিক পার্টনার ও কমিশন ভিত্তিক সেলস এজেন্টে রয়েছে প্রতিষ্ঠানটির।

সারাদেশের এ সকল পার্টনার ও কমিশন ভিত্তিক সেলস এজেন্টদের মনোবল চাঙ্গা করতে ও বিজনেস ডেভলপমেন্ট বাড়াতে গত ১১ থেকে ১৩ অক্টোবর কক্সবাজারের একটি হোটেলে ৩ দিন ব্যাপী সেমিনারের আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি।

এতে অংশ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) আমসাআ আমিন, ব্যবস্থাপনা পরিচালক মো.রুহুল কুদ্দছ মন্ডল,
পরিচালক ড.সাইদুর রহমান সেলিম, পরিচালক মো.জারিফ হুদা।

সেমিনারে চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) আমসাআ আমিন বলেন,’ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা আমাদের প্রতিষ্ঠানের সেবা পৌঁছে দিতে চাই সকল স্তরে। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে, করপোরেট প্রতিষ্ঠানে এবং সরকারি ও বেসরকারি ছোট বড় প্রতিষ্ঠানেরও সফটওয়্যার নির্মান করেছি আমরা।

দেশে ডিজিটাল উন্নয়নের পাশাপাশি নৈতিক সমাজ বিনিমার্নেও সবাইকে কাজ হবে বলে জানান তিনি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো.রুহুল কুদ্দছ মন্ডল বলেন,’ তরুনেরা দেশের টেকনোলজি কেন্দ্রীক ভালো একজন উদোগ্যক্তা হতে পারেন। আমরা চেষ্টা করছি টেকনোলজিতে তরুন সমাজকে কাজে লাগানোর। তাদের নিজেদের মেধাকে কাজে লাগিয়ে সারাদেশে ডিজিটাল প্রযুক্তির বিস্তার ছড়িয়ে দিতে চাই।

আমাদের সফটওয়্যার প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রেনিং দিয়ে তরুনদের দক্ষতা বাড়াতে চাই। তারা দক্ষ হয়ে উঠলে অবশ্যই তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজের ভবিষ্যৎ সুন্দর করে সাজাতে পারবে।

 

নিজস্ব প্রতিবেদক

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD