March 24, 2023, 9:01 am

সান্তাহারে অভুক্তদের মুখে খাবার তুলে দিলেন ‘রুপসী নওগাঁ’

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে অভুক্ত ছিন্নমূল ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে ‘রুপসী নওগাঁ’ নামের একটি সামাজিক সংগঠন।

গতকাল মঙ্গলবার রাতে সান্তাহার জংশন স্টেশনের প্লাটফরম ঘুরে অর্ধ শতাধীক এসব ছিন্নমুল মানুষের হাতে খাবার তুলে দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন রূপসী নওগাঁ প্রতিষ্ঠাতা সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, রূপসী নওগাঁর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাজু রহমান সুজন, প্রচার সম্পাদক মোস্তফা জামাল, অর্থ সম্পাদক আহসান হাবিব মহন, দপ্তর সম্পাদক রোবাইদুল ইসলাম রাজু, সহ প্রচার সম্পাদক বদিউজ্জামান টিটু, সদস্য হাফেজ মাওলানা জুবায়ের হোসেন, আবু বক্কর, সাব্বির আহমেদ ও শুভ সংঘের আদমদীঘি শাখার উপদেষ্টা তরিকুল ইসলাম জেন্টু, সাংবাদিক আবু সাঈদ সাগর, সমাজ সেবক আজিজুল হক রাজা প্রমুখ।

রূপসী নওগাঁ প্রতিষ্ঠাতা সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ জানান, রূপসী নওগাঁ সবসময় সমাজের অসহায়, অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে। এরই ধারাবাহিকতায় আমাদের সংগঠনে আজ একটা খাসি অনুদান এসেছিল, সেটা দিয়ে দুপুরে এতিমখানায় এবং রাতে ছিন্নমূলদের খাবারের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD