June 11, 2023, 12:32 am
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৫০ পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম টুকু (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত টুকু পৌর শহরের বড় মালশন স্কুল পাড়া এলাকার মৃত রুস্তুম আলীর ছেলে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় সান্তাহার পৌর শহরের মালশন গ্রামে একটি পুকুর সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত টুকু একজন চিহ্নিত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে উল্লেখিত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি