March 26, 2023, 3:33 pm

সান্তাহারে ছাত্রলীগের আনন্দ মিছিল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে আল-মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক ঘোষণা করায় সান্তাহারে ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় আদমদীঘি উপজেলা ও সান্তাহার সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিলটি বের হয়ে শহরের রেলগেট, সিএসডি গেট, মুক্তিযোদ্ধা চত্বর ও হাটখোলা মোড় প্রদক্ষিণ করে।

এসময় জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন রিটন, কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি শাহিন হোসেন শুভ, সান্তাহার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন ও রকেটসহ অন্যান নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর বগুড়া জেলা ছাত্রলীগের ৩০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। আবেদন করার দীর্ঘ নয় মাস পর সজীব সাহাকে সভাপতি ও আল মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD