March 26, 2023, 3:01 pm
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৫ জুয়ারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে থানায় মামলার পর জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সংঘবদ্ধভাবে তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকায় অভিযান চালিয়ে ৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নতুন বাজার হঠাৎ পাড়া এলাকার খলিলের ছেলে ফিরোজ (৩০) ফজলুর রহমানের ছেলে হেলাল উদ্দিন (৩৫) পৌওতা তালপুকুর এলাকার মন্টুর ছেলে রবিন (৩৩) ইয়ার্ড কলোনির হারুন কুমার মোহন্তের ছেলে রবিনাথ (২৭) আমবাগান এলাকার মতিউর রহমানের ছেলে জনি (২৫)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৯৪০ টাকা উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলার পর জেল হাজতে পাঠানো হয়েছে। জুয়ারিদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি