April 1, 2023, 10:24 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক পুকুর মালিককে মারপিট করে ১২ মন মাছ ও ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে পুকুরের মালিক আক্কাছ আলী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি বিভাগ থেকে সান্তাহার পৌর শহরের যোগীপুকুর এলাকায় একটি পুকুর লিজ নিয়ে সান্দিড়া গ্রামের মহির উদ্দীনের ছেলে আক্কাছ আলী মাছ চাষ করে আসছিলেন।
শনিবার বেলা পৌনে ১১ টায় জনৈক সুমন, সবুজ ও হিরুসহ অজ্ঞাত আরো ৪/৫ জন ব্যক্তি ওই পুকুর থেকে জোরপূর্বকভাবে বিভিন্ন প্রজাতির ১২ মন মাছ ধরে নিয়ে যাচ্ছিলেন। এসময় পুকুরের মালিক নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে পুকুরের মালিক আক্কাছ আলীকে মারপিট করেন এবং তার পকেট থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।