March 25, 2023, 7:53 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার শহর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ ফাঁড়ির সদ্য যোগদানকৃত ইনচার্জ রেদওয়ানুর রহিমের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২টায় সান্তাহার মাইক্রোবাস স্ট্যান্ডে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় ক্লাবের সভাপতি জিললুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সোহাগের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ফাঁড়ির উপ পরিদর্শক উজ্জল মিয়া, প্রেসক্লাবের সহ সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, সাংগঠনিক আবু সাঈদ সাগর, অর্থ সম্পাদক শফির উদ্দীন, সদস্য সাইফ হাসান খান সৈকত, মুক্তারুজ্জামান, এম আর সাগর আহম্মেদ, মাইন ও রফিকুল ইসলাম মন্টু প্রমূখ।