March 22, 2023, 1:21 pm

সান্তাহারে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে সান্দিড়া আন্তঃপাড়া রাউন্ড রবিনলীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী ম্যাচে যেদুটি দল অংশগ্রহন করেন। ওয়েস্টার্ন স্টার পশ্চিম পাড়া বনাম সাউদার্ন কিংস দক্ষিণ পাড়া।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে সান্দিড়া ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। সান্দিড়া স্টার ক্লাবের প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন জোয়ারদার টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্টার ক্লাবের সভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, সহ-সভাপতি নজরুল ইসলাম, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান, নয়ন সরদার, আলম সরদার, মুখিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD