September 23, 2023, 5:15 pm
আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘির সান্তাহারে মরহুম রাকিব স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের যুব সমাজের আয়োজনে সড়ক সংলগ্ন মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় দমদমা লালন ব্র্যান্ড এবং জুনিয়র একাদশ দল অংশ গ্রহন করেন।
খেলা শেষে আব্দুল হেলালের সভাপতিত্বে ও সবুজ হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি। আরও বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক রুবেল হোসেন, গোলাম মোস্তফা ভোলা, মরহুম রাকিবের বাবা আব্দুল মতিন, বেলাল হোসেন ও তরিকুল ইসলাম জেন্টু প্রমূখ।
ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে দমদমা জুনিয়র একাদশকে ১-০ গোলে পরাজিত করে লালন ব্র্যান্ড একাদশ জয়লাভ করে। সভাশেষে প্রধান অতিথি নাহিদ সুলতানা তৃপ্তি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।