March 24, 2023, 9:23 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে যাত্রীবাহি বাসে মাদকবহনের সময় ইদ্রিস (৪০) ও রমানাথ চন্দ্র বর্মন (৩৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইদ্রিস বগুড়া সদর সরদারপাড়া এলাকার আবুল সরদারের ছেলে এবং রমানাথ চন্দ্র নওগাঁর পত্নীতলার মহেশপুর গ্রামের মৃত বকুল চন্দ্র বর্মনের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী জানান, সোমবার রাত ১০টায় মাদক কারবারি ইদ্রিস নওগাঁ থেকে বগুড়াগামী এস আর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে ট্রাভেল ব্যাগের মধ্যে ৪২ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার সান্তাহার পৌর শহরের হবীর মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করেন। এসময় উল্লেখিত মাদকসহ ওই কারবারিকে গ্রেপ্তার করে।
একই সময় ঢাকাগামী শাহ্ ফতেহ আলী বাসের যাত্রী রমানাথ চন্দ্র বর্মন প্লাষ্টিকের বাজারের ব্যাগে সোয়া ২ লিটার চোলাই মদ বহনের সময় তাকে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।