June 11, 2023, 12:44 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে কষ্টি পাথরের খোদাই করা রাধা/অবয়বের মূর্তি উদ্ধার করেছে সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা।
এসময় একরামুল হক (৫৫) এক মূর্তি ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার একরামুল হক নওগাঁ জেলার পোরশা উপজেলার কালিনগর সাহপাড়া গ্রামের মিলু মিয়ার ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রাকিব হোসেন জানান, বুধবার রাত সাড়ে ১১ টায় শহরে বিশেষ অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি নওগাঁ পোরশা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসি বাসে এক ব্যাক্তি মূর্তি নিয়ে যাচ্ছে এসময় পৌর শহরের হবির মোড় নামক স্থানে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে বাস তল্লাশি কালে মূর্তি সহ তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থেকে লুকিয়ে রাখা মূর্তিটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে আদমদিঘী থানায় একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদোয়ানুর রহিম।