April 1, 2023, 10:38 pm
বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে পৌর বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্বরে ফিরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, পৌর বিএনপির সাবেক সভাপতি ফিরোজ মো: কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু হাসান, সাংগঠনিক শফিকুল ইসলাম খাঁন লিখন, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মুকুল, মাহফুজুল হক টিকন, গুড্ডু এহসান, ইকবাল হোসেন, শহিদুল ইসলাম, মতিউর রহমান টিটু, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাফুজুর রহমান লিটন, জেলা মহিলা দলের সহ সাধারন সম্পাদিকা এইচ এম মুক্তা, বাবলী, পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নান, সম্পাদক সামসুদ্দীন শেখ গল্টু, স্বেচ্ছাসেবকদলের সভাপতি মানিক, সম্পাদক লিয়ন, ছাত্রদলের সভাপতি সোহাগ, সম্পাদক সনি, সাংগঠনিক রবিন, কৃষক দল নেতা আলী আকবর মিঠু, সাইফুল ইসলাম খোকন, মৎস্যজীবি দলের সভাপতি লোকমান হাকিম ও সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।
আদমদীঘি বগুড়া প্রতিনিধি