March 25, 2023, 7:11 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সান্তাহার পৌর শহরের পোঁওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন ও সান্তাহার শহর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু প্রমুখ।
সভায় মাদক, বাল্যবিবাহ, জুয়া, কিশোর গ্যাং ও আত্মহত্যার কুফল সম্পর্কে আলোচনা করা হয়।