March 25, 2023, 8:14 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুলিশ ফাঁড়ির আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়ছে। শনিবার বিকেল সাড়ে চারটায় সান্তাহার পৌরসভার ১ নং ওয়ার্ড বশিপুর কালি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় মাদক, বাল্য বিবাহ, জুয়া, চুরি,আত্মহত্যা সহ জাতীয় জরুরি সেবা ৯৯৯ পুলিশের সহযোগিতা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার , ইভটিজিং ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আলম, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী, পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক শ্রী তাপশ প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বশিপুর এলাকাবাসী।