March 25, 2023, 8:30 am

সান্তাহারে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহারে আন্তজার্তিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশনের (আসফ) আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১০টায় সান্তাহার স্বাধীনতা মঞ্চে আসফের রাজশাহী বিভাগীয় জোনাল অফিসের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ্ব এসএম জিল্লুর রহমানের সঞ্চালনা অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, সান্তাহার শহর প্রেসক্লারের সভাপতি জিললুর রহমান, থানার উপ পরিদর্শক আবু হাসান, সবুজ হোসেন বাপ্পী, খন্দকার জিল্লুর রহমান, আয়নাল হক ও রফিকুল ইসলাম প্রমূখ।

সভা শেষে স্বাধীনতা ম চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD