March 24, 2023, 9:06 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে পূর্বশত্রুতার জেরে বাঁধন (১৯) নামের এক যুবকের পথরোধ করে মারপিট ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বাঁধনের বাবা ইসরাইল থানায় ৬ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বুধবার সন্ধ্যা ৭টায় বাঁধন বাড়ি ফেরার পথে সান্তাহার পৌর শহরের ওয়াহেদ বক্স মিলানায়তন এলাকায় পৌঁছলে পূর্বশত্রুতার জের ধরে তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে পূর্ব পরিকল্পিত ভাবে তারা দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে বাঁধনকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে হাত ভেঙে দেয়। এসময় বাঁধনের কাছে সিএনজি চালিত অটোরিকশা কেনার ৮০ হাজার টাকাও ছিনিয়ে নিয়ে যায় তারা।
ওই দিন রাতেই বাধনের বাবা বাদী হয়ে সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লার রাশেদুল ইসলাম পাপ্পু (৩০), মনিরুজ্জামান (২৭), ফারুক হোসেন টুটুল (২৬), জয় (২৩), ইয়ার্ড কলোনীর এনামুল (২০) ও রাব্বী (২৪) নামে থানায় অভিযোগ করেন।
আদমদীঘি থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।