বগুড়ার আদমদীঘির সান্তাহারে কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
রবিবার সন্ধ্যায় পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নামা পোঁওতা গ্রামে শীতার্তদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাহাদুল ইসলাম ভোলা, স্থানিয় ফরিদ, সবুর, সাব্বির, শুকুর আলী, রাজীব ও মিঠু প্রমুখ।