March 25, 2023, 7:58 am
বগুড়ার আদমদীঘির সান্তাহারে সাড়ে ১৩ লিটার চোলাই মদসহ সূর্য বাঁশফোর (৫৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সূর্য সান্তাহার পৌর শহরেরর চা-বাগান হরিজন কলোনীর মৃত রমেশ বাঁশফোরের ছেলে।
শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী জানান, সকাল সাড়ে ৮টার দিকে সান্তাহার হবীর মোড় থেকে মাদক ব্যাবসায়ি সূর্য বাঁশফোরকে উল্লেখিত পরিমান চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়েছে।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি