April 1, 2023, 10:33 pm
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১ গ্রাম হেরোইনসহ আসাদুর রহমান (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সান্তাহার ইউনিয়ন ছাতনী সরদার পাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসাদুর রহমান ওই গ্রামের নিজাম উদ্দিন সরদারের ছেলে। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, সান্তাহার ইউনিয়ন ছাতনী সরদার পাড়া গ্রামের জনৈক জলিলের বাড়ীর সামনে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক মনিরুল ইসলাম ও আজিমুল হকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা মাদকদ্রব্য ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ইতিপূর্বে আসাদুর রহমানের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি