April 1, 2023, 11:28 pm
বগুড়ার আদমদীঘির সান্তাহারে হেরোইনসহ কাওসার হাবিব (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদককারবারি কাওসার নওগাঁর মহাদেবপুরের কালসাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
সোমবার সকাল ১১ টায় সান্তাহার হাউজিং কলোনি পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে ২ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ‘ক’ সার্কেলের সদস্যরা।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ইব্রাহিম খান জানান, এ বিষয় আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আদমদীঘি বগুড়া প্রতিনিধি