March 26, 2023, 4:17 pm
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৮ গ্রাম হেরোইন ও ৯ পিস ইয়াবাসহ আঞ্জু বেগম (৪০) নামে এক মহিলা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা। শুক্রবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আঞ্জু বেগম আদমদীঘি থানাধীন সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার হযরত খাঁনের স্ত্রী।
জানা যায়, শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকার সময় সান্তাহার নতুন বাজার এলাকায় নিজ বসতবাড়ীতে মাদক বেচাকেনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা একটি সাদা পলিথিনে মোড়ানো ৮ গ্রাম হেরোইন ও ৯ পিস নেশা দ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়ে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান হেরোইন ও ইয়াবাসহ আঞ্জু বেগমকে বসতবাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি