March 26, 2023, 2:39 pm

সান্তাহার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চার সদস্যের নানা অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তির রাজনৈতিক প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে ৪ মেম্বার বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এনে ষড়যন্ত্র করে আসছেন। এর ধারাবাহিকতায় শনিবার বেলা ১২টায় ওই চার ইউপি সদস্য তাদের স্ব-স্ব ওয়ার্ডের অর্ধশতাধিক লোকজন নিয়ে উপজেলা পরিষদে উপস্থিত হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে অভিযোগ উত্থাপন করেন। তবে মেম্বারদের ডাকে সাড়া দিয়ে আসা লোকজনরা চেয়ারম্যানের কাছে সেবা নিতে গিয়ে কোনাদিন প্রতারিত হননি বলে জানিয়েছেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, শনিবার সকালে সান্তাহার ইউপির কায়েতপাড়া গ্রামের ইউপি সদস্য নাজিম উদ্দীন, দমদমার লুৎফর রহমান নান্দু, সান্দিড়ার রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জু ও একই ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মোমেনা বেওয়া স্বপ্না তাদের নিজ গ্রাম থেকে বেশ কিছু লোকজন নিয়ে উপজেলা পরিষদের সামনে উপস্থিত হয়। এরপর তারা ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানার বিরুদ্ধে অভিযোগ তোলেন।

সেই অভিযোগে বলা হচ্ছে, তৃপ্তির সমর্থক ও বেশ কিছু ওয়ার্ড আওয়ামীলীগ নেতারা ১৫ টাকা কেজির চাল দেয়ার নামে টাকা চেয়েছেন। তবে আমরা কেউ টাকা দেইনি। তাছাড়া অভিযোগে আরো বলা হয়, চেয়ারম্যান ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ থেকে বেশ কিছু লোকজনদের ছাঁটাই করেছেন।

দমদমা থেকে এমন অভিযোগ নিয়ে আসা সবুজ হোসেন বলেন, কর্মসূচির কাজ থেকে আমাকে বাদ দেয়া হয়েছে এমন কথা বলে আমাকে উপজেলায় নিয়ে আসা হয়েছে। কিন্তু পরে ইউএনও অফিস থেকে জানলাম প্রকৃত পক্ষে আমাদের কাউকেই কাজ থেকে বাদ দেয়া হয়নি। তবে যাদের বয়স ৬০ বছরের উর্দ্ধে শুধু তাদের বাদ দেয়ার সীদ্ধান্ত হয়েছে।

এদিকে সেখানে সান্দিড়া গ্রামের বেশ কয়েকজন নারীর সাথে কথা হয়। তারা বলেন, চেয়ারম্যান কখনোই তাদের কাছে টাকা চায়নি। তাছাড়া আমরা চালের কার্ডের জন্য কাউকে টাকাও দেইনি। মেম্বাররা আমাদের ডেকে এখানে এনেছেন।
ইউপি সদস্য নাজিম উদ্দীন, রঞ্জু ও স্বপ্না বলেন, যেখানে বিনা পয়সায় কাজ হওয়ার কথা সেখানে চেয়ারম্যান তৃপ্তি তার লোকজনদের দিয়ে টাকা পয়সা চাচ্ছেন। একারনে লোকজন উপজেলা পরিষদের সামনে এসেছেন, আমরাও তাদের সাথে এসেছি মাত্র। আমরা জোড় করে কাউকে আনিনি।

সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি বলেন, পরিষদের আটজন মেম্বার তার পক্ষে থাকলেও বাঁকি ৪জন তার বিপক্ষে কাজ করছেন। ওই চারজন বিভিন্নভাবে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিরোধীতা করে আসছেন। একারনে তারা টাকা পয়সা এবং মিথ্যা তথ্য দিয়ে সাধারন ভোটারদের উপজেলায় হাজির করে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন। শুধু তাই নয়, তারা ৪জন এর আগেও একাধিকবার মিথ্যাচার করলেও জনগন তাদের প্রতিহত করেছেন।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার বলেন, কর্মসৃজন কর্মসূচির কাজ থেকে যদি কাউকে মনগড়াভাবে বাদ দেয়া হয় তাহলে তারা লিখিত অভিযোগ করলে তদন্ত করে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD