March 26, 2023, 4:24 pm

সান্দিড়া আন্ত:পাড়া রাউন্ড রবিনলীগ ফুটবল প্রতিযোগীতার উদ্বোধন ও দলের নাম

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের

সান্দিড়া আন্ত:পাড়া রাউন্ড রবিনলীগ ফুটবল প্রতিযোগীতা।

আয়োজনে: সান্দিড়া স্টার ক্লাব।

আগামী ০৩-০২-২০২৩ ইং রোজ শুক্রবার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে খেলাটি শুরু হবে। উদ্বোধনী ম্যাচে যেদুটি দল অংশ গ্রহন করবেন তারা হলেন।

সাউদার্ন কিংস-দক্ষিণ পাড়া
VS
ওয়েস্টার্ন স্টার-পশ্চিম পাড়া

এছারা ৮ দলের খেলা দুই গ্রুপে ভাগ করা হয়েছে।

A-গ্রুপ
সাউদার্ন কিংস দক্ষিণ পাড়া।
ওয়েস্টার্ন স্টার পশ্চিম পাড়া।
বাংলা এক্সপ্রেস ৭নং ক্যাম্প।
ভিক্টোরিয়াস ব্যাপারীপাড়া।

B-গ্রুপ
রেমিট্যান্স ফাইটার চকপাড়া।
ডিনামাইটস দীঘির পাড়া।
ইয়াং স্টার সরদার পাড়া।
কে কে আর কালিতলা।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD