March 25, 2023, 8:21 am

সিএনজির সাথে এ কেমন শত্রুতা

শ্রীমঙ্গল উপজেলাধীন আশিদ্রোন ইউনিয়নের মোহাজেরাবাদ গ্রামের আরাফাত হোসেন নামের এক ব্যক্তির একটি সিএনজি কে বা কাহারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাজেরাবাদ গ্রামের মধ্যপাড়ায় ঘটনাটি ঘটেছে। এমন ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছে সিএনজির সাথে এ কেমন শত্রুতা।

সিএনজির মালিক মোহাজেরাবাদ এলাকার আব্দুল কাদিরের ছেলে আরাফাত হোসেন বলেন, আমরা রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত ৩টার দিকে বাহিরে অনেক আলো দেখতে পাই।পরে ঘরের দরজা খুলে দেখি সিএনজিটি আগুনে পুড়ছে। তিনি বলেন, তাড়াতাড়ি করে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করি। আগুন নেভানো হলেও সিএনজিটি পুড়ে ছাই হয়ে গেছে। পাশে আরো দুটি সিএনজি ছিল, আর কিছুক্ষণ দেরি হলে সেগুলো আগুনে পুড়ে যেত। আরাফাত বলেন আমি এ ঘটনায় থানায় অভিযোগ করব। যারা এই নিকৃষ্ট কাজটি করেছে প্রশাসনের কাছে দাবি জানাবো তাদের যেন দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেন।

 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD