April 2, 2023, 12:00 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে জাকিয়া সুলতানা (২৮) নামের এক গৃহবধূ গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই গৃহবধূ উপজেলার কুন্দগ্রাম ইউপির কুশাবাড়ি গ্রামের ইসাহাক প্রমানিকের স্ত্রী ও এক সন্তানের জননী। শনিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে ওই গৃহবধূর সাথে তার স্বামীর বনিবনা হচ্ছিল না। একপর্যায়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় অভিমান করে উপজেলা কুন্দগ্রাম কুশাবড়ি গ্রামে তার স্বামীর বাড়িতে শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ওই রাতেই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে। শনিবার সকালে মর্গে পাঠায়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।