March 24, 2023, 10:34 am
শ্রীমঙ্গলে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার তিন দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের কলেজ সড়কের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন। এসময় বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিযোগিতার যুগ্ম আহবায়ক পান্না লাল বর্ধন।
এ প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে শ্রীমঙ্গল উপজেলার ৩২টি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগহণ করছে।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি