May 28, 2023, 7:20 pm

কবিতা ঃ চোখের কোনে তুমি

চোখের কোনে তুমি
নজরুল বাঙালি।

ঐ দুর সীমানায় দাঁড়িয়ে আছো
যেন আমার চেখের কোনে তুমি,
নীল পাহাড়ের পাদদেশে কি যে
সুন্দর লাগছে তোমায় ভাবছি সেটা আমি

নীল পাহাড়ের সবুজে ছায়ার দাঁড়িয়ে
আনমনে কি তুমি ভাবছ আমার কথা,
মনটা আমার বড়ই আনচান করছে
বুকের মাঝে করছে যেন চিন চিন ব্যাথা।

মনের মাঝে এমন কি যে কষ্ট পেয়ে
কেন আমায় ভুলে গেলে তুমি,
যেন হাজার বছর চিন্তা করেও
তার সদুত্তর আজো খুঁজে পাইনি আমি।

মনে কি পড়ে প্রথম দেখায় তোমার
আমার মাঝে কি যে কথা ছিলো,
যানিনা আমি আজ অকারণে তোমার
আমার মধুর সন্পর্ক হলো এলোমেলো।

ভুল গুলো কি ক্ষমা করে
আসবে তুমি আবার ফিরে,
আমার যত স্বপ্ন আছে
শুধু তোমার মন কে ঘীরে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD