admin
- Tuesday, May 24, 2022 / 323 বার পঠিত
নওগাঁর ধামইরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) দুইটি পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ মো. আতিকুল ইসলাম (৪৫) নামে একজন মাদক চোরাকারবারি কে আটক করা হয়েছে।
আটককৃত ওই চোরাকারবারি ধামইরহাট উপজেলার খরমপুর গ্রামের মৃত আসাদ উদ্দিন এর ছেলে।
দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন পিএসসি জানান, মঙ্গলবার (২৪ মে) দুপুরে চকচন্ডি বিওপি’র কমান্ডার নায়েক সুবেদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৩৬৪/৩-এস হতে ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার কয়রাপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতীয় নেশাজাতীয় ৮০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই যুবককে আটক করা হয়।
অপর অভিযানে পাগল দেওয়ান বিওপি’র কমান্ডার নায়েক সুবেদার শ্রী বিকাশ চন্দ্র এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৭২/৪- এস আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার রুপনারায়নপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়।
পরে ওই চোরাকারবারী আতিকুল ইসলামের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি